মা ইলিশ পাহারায় তেঁতুলিয়া নদীতে এসপি কায়সার

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

ভোলা প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযানে নেমেছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় তিনি নদী থেকে নিজে হাতে জাল অপসারণ করেন।

শনিবার দিবাগত রাতে ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেঁতুলিয়া নদী থেকে চার জেলেকে আটক ও পাঁচটি মাছ ধরার ট্রলার, ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংশ ও জব্দকৃত ইলিশ গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবিরসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন