

৩১ অক্টোবর, বৃহস্পতিবার, শনির আখড়া দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ব্যাতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের মহামিলন ঘটাতে যাচ্ছে ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’। ইসলামী মহাসম্মেলন আকারে দেশের প্রথম সারীর ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের নিয়ে দিন-রাতব্যাপী এই আয়োজনে থাকবে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক, শিক্ষাবিদ ও গুণিজনরা উপস্থিত থাকবেন।
কয়েক ধাপে সাজানো এই প্রোগ্রামটিতে দিনব্যাপী আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে ইসলামী সম্মেলনে আলোচনা করবেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম। এতে জাতীয় শিশুকিশোর সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ এর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করবেন। সেমিনারে দেশ সেরা শীর্ষ বুজুর্গ ওলামা-শিক্ষাবিদগণ ‘সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান’ উল্লেখ্য পূর্বক করণীয় সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরবেন। সামাজিক কাজে আলেম-ওলামাদের অবদান ও অংশগ্রহণের ব্যাপারে সার্বিক দিক নির্দেশনা দিবেন শীর্ষ আলেম ও শিক্ষাবিদগণ। শীর্ষ আলেম-শিক্ষাবিদদের তত্ত্ববধানে ওইদিন আয়োজক সংগঠন ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’ এর কমিটি গঠন, লক্ষ্য-উদ্দেশ্য, কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে। আয়োজক সংগঠকদের সাথে কথা বলে আরও জানা গেছে, বেশ কিছু মৌলিক চিন্তা ও বিষয়াদী নিয়ে ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ হয়েছে। যা ইসলাম, দেশ, মানবতাবিরোধী ও সামাজিক-চারিত্রিক অবক্ষয়মূলক সকল কর্মকান্ডের প্রতিবাদে কার্যকরী পদক্ষেপ, যৌনহয়রানী, মাদক, শিশু নির্যাতন, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামজিক সচেতনতা গড়ে তুলবে।
এছাড়াও সুবিধাবঞ্চিত/পথশিশু, অভিভাবকহীন নারী/বৃদ্ধ, সর্বহারা পরিবার ও অসহায় এতীমদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক সৃজনশীল কর্মশালা, সভা, সেমিনার, মতবিনিময় সভা, ইসলামী মহাসম্মেলনের আয়োজন ছাড়াও ওলামায়ে কেরামের মাঝে বৃহত্তর ঐক্য গঠনে সামাজিক সচেতনা তৈরিতে কাজ করবে ‘ইকরামুল মুসলিমিনি ফাউন্ডেশন’। শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মহা সম্মেলনটিতে প্রধান মেহমান থাকবেন, যাত্রাবাড়ি জামিয়া মাদানিয়া মাদরাসার মহাপরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে থাকবেন, দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বিশেষ মেহমান হিসেবে থাকবেন, জামিয়া নুরিয়া ইসলামীয়া কামরাঙ্গীচর মাদরাসার মুহতামিম মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, জামিয়াতু ইবরাহীম, সাইনবোর্ড মাদরাসার মুহতামিম মুফতী শফিকুল ইসলাম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ মহাসচিব মুফতী মিযানুর রহমান সাঈদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাপরিচালক অধ্যাপক যোবায়ের আহমাদ চৌধুরী, কলামিস্ট ও রাজনীতিবীদ অধ্যাপক আহমদ আবদুল কাদের, দারুল আরকাম বি-বাড়িয়ার মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক ড. মুশতাক আহমাদ।
আরও থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. আতাউর রহমান মিয়াজী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সী বিভাগের সহকারী পরিচালক জনাব আহসানুল হাদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আহমাদ আবদুল কালাম, ওমনগণি এমইস কলেজ চট্টগ্রাম এর সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, গবেষক আলেম ও লেখক মাওলানা গাজী আতাউর রহমান, আল্লামা শাহ আহমদ শফী দা. বা. এর খলিফা মাওলানা ওমর ফারুক সন্দীপী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর পেশ ইমাম মুফতী মুহিব্বুল্লাহ বাকি নদভী, মাদানীনগর মাদরাসার প্রধান মুফতী, মুফতী বশিরুল্লাহ, মুফতী হাফিজুদ্দীন, জামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী ইমাদুদ্দীন, গবেষক আলেম মাওলানা নাসিম আরাফাত।
বিশেষ মেহমান হিসেবে আরও থাকবেন, মাওলানা আরিফ উদ্দীন মারুফ, মাওলানা যাইনুল আবেদন, মাওলানা আবদুল আখির, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাও. খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুজি্বুর রহমান চাটগামী, শাহ ইফতেখার তারিক, জাগ্রত কবি মুহিব খান, মুফতী হামেদ জাহেরী, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা জহির উদ্দীন বাবর, মাওলানা হালিম নোমানী আল-আযহারী, মুফতী রহমতে এলাহী আরমান, মাওলানা মহিউদ্দীন কাসেম, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা সৈয়দ জহির উদ্দীন, মাওলানা লুৎফর রহমান ফরায়েজী প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মুফতী মুহাম্মদ আমিমুল ইহসান, মাওলানা সফিউল্লাহ লহোরী, মাওলানা রুহুল আমীন সাদী, হাফেজ ক্বারী নেছার আহমাদ আন-নাছেরী, মাওলানা হুমায়ুন আইয়ুব, মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী, মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী ইয়াসীন আহমাদ ফারুকী, মুফতী সাঈদ আহমাদ, মুফতী মাহফুজুর রহমান জাবের। এছাড়াও স্থানীয় কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোস্তাক আহমেদ উপস্থিত থাকবেন। সামাজিক সেবায় আলেমদের ভূমিকা রাখতে ও তাদের কার্যক্রমের দিক নির্দেশনামূলক এই মহা সম্মেলনটিতে সকলের একান্ত উপস্থিতি কামনা করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি ও ফাউন্ডৈশনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।