নড়াইলের লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার শুলটিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া.নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে নাসির, দেলোয়ার, আহাদ ও মুসার সমর্থকদের সাথে একই গ্রামের সাহেব আলী পক্ষের বিরোধ চলছিল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সাহেব আলী পক্ষের জামির ও আফ্রিদি বাড়ি থেকে বের হয়ে শুলটিয়া ব্রিজের পশ্চিম পাশে এলে তাদের উপর প্রতিপক্ষ রানা, মিটু, দেলোয়ার, রোমান এর নেতেৃত্বে লাঠি, রামদা, দেশী অস্ত্র নিয়ে প্রথমে হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে আরিফ শেখ(৪৬), জালাল শেখ(৫০), আলী শেখ(৪৫), মফিজুর শেখ(৩০), ফয়সাল শেখ(২৭), ইমরুল শেখ(২৮), জামির শেখ(২৯), আফ্রিদি(৩৮) সহ অন্তত ২০ জন মারাত্বক আহত হন। গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

সাহেব আলী জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরেই বিরোধ বাধানোর জন্য চেষ্টা করছিল। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া হাসপাতালো জরুরী বিভাগের ডাক্তার মোঃ কামরুল ইসলাম জানান, কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল সদর ও খুলনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ দিকে লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন