খাগড়াছড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

পাবলিক ভয়েস : খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, গকতাল মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে পানছড়ি উপজেলা বাজারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির মাহমুদকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ইউপি চেয়ারম্যান নাজির মাহমুদের বড় ভাই পানছড়ি উপজেলা আ.লীগের সভাপতি বাহার মিয়া এ ঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’কে দায়ী করলেও ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।

পানছড়ি থানার ওসি নুরুল আলম জানান, কে বা কারা ইউপি চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে পানছড়ি বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন