
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে তাবলীগের মারকায (কেন্দ্র) কাকরাইল জামে মসজিদের শুরা সদস্য ও তাবলীগের প্রবীণ মুরুব্বি ইঞ্জিনিয়ার নূর আহমেদ সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রহিয়ূন)
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত দশটার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের পরিবারের এক সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চত করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৭০ বছর।
কাকরাইল মসজিদে খোজ নিয়ে জানা যায়, নূর আহমেদ গত প্রায় ছয় মাস যাবত অসুস্থ। এর মধ্যে প্রায় এক মাস তিনি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন।
বার্ধক্যজনিত কারণ ছাড়াও তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের নামাজে জানাযার সময় এখনও জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরের জামে মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হতে পারে।