কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা; নিহত ১, গুরুতর ১৪

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন। এর মধ্যে ৭জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। থেমে থাকা ট্রেনটিতে ইঞ্জিন সজোড়ে ধাক্কা দেয়ায় ইঞ্জিনসংলগ্ন বগিটি একেবারে দুমড়ে মুছড়ে যায়। একই সাথে মাঝখানের বগিগুলো একটা আরেকটার উপর উঠে মাঝখানে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েন। এরকমই একজনকে ট্রেনের বগি কেটে উদ্ধার করার পর ওই যাত্রীর মৃত্যু হয়েছে।

এছাড়াও এতে আহত হয়েছেন আরো অনেকে। রেলওয়ে সূত্র জানায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনটি কাউনিয়া স্টেশনের আসার পর চালক ইঞ্জিন পরিবর্তন করার জন্য পেছনের দিকে যান। এরপর ট্রেনের উল্টোদিকে ইঞ্জিন লাগানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনটি সজোড়ে ট্রেনের বগিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ঘটনাস্থলে ওই একজনের মৃত্যু হলেও আরও ৭জনের অবস্থা গুরুতর। কি কারণে ট্রেনের ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারালো তা জানা যায়নি। 

রেলের একটি সূত্র জানায়, চালক নিজে নেমে গিয়ে সহকারিকে দিয়ে ইঞ্জিন ঘুরানোর দায়িত্ব দেন। সহকারি চালক ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটির বগিতে সজোড়ে আঘাত করে ইঞ্জিনটি। খবর পেয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে রওনা করেছেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন