সিরাজগঞ্জের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

সিরাজগঞ্জের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে বখাটে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের কাজীপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বখাটেকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বুধবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ঘাতক আমিনুল ও তার কয়েকজন সঙ্গী ওই শিক্ষার্থীর পথ আটকায়। খবর পেয়ে ওই ছাত্রীর পিতা আবু সাইদ ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করলে আমিনুল ও তার সঙ্গীরা তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান। নিহত আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে কাজীপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে কাজিপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.লুৎফর রহমান। ইতোমধ্যে অভিযুক্ত গৃহশিক্ষক আমিনুল ইসলামকে আটক করেছে কাজীপুর থানা পুলিশ।

ওসি আরো জানান, নিহত সাইদের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় অভিযুক্ত আমিনুল মেয়েটির গৃহশিক্ষক ছিলেন। গৃহশিক্ষকের চাকরি যাওয়ার পর প্রায়ই ওই শিক্ষার্থীকে উত্যক্ত করতেন তিনি। একাধিকবার তাকে এবিষয়ে সতর্কও করা হয়।

/এসএস

মন্তব্য করুন