

পাবলিক ভয়েস : মাদারীপুরে পুকুরে ডুবে কানিজ (৩) ও রুশান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে কালকিনি পৌরসভার চরঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু মামাতো-ফুফাতো ভাইবোন। তারা দুইজনেই চরঝাউতলা এলাকার বাসিন্দা। কানিজ কামাল বেপারীর মেয়ে ও রুশান কাইয়ুম সরদারের ছেলে।
স্বজনরা জানান, দুপুরে খেলতে গিয়ে অসাবধানবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় কানিজ ও রুশান। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে প্রথমে কানিজ ও পরে রুশানের দেহ পানিতে ভেসে ওঠে। উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এই থকর নিশ্চিত করে জানান, দুই শিশুর পরিবার থেকে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি।