টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
প্রতীকী ছবি

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  জামাল (২৭) ও ইউনুচ (২১) নামে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র পাচারের জন্য ইয়াবার বড় একটি চালান টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় মজুদ করেছে। এমন গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

এ সময় ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র, ৫০ হাজার ইয়াবা, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি কিরিচসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে টেকনাফ হাসপাতালে। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন