
ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতদের ছুরিকাঘাতে স্কুলছাত্র রমজান আলী (১৫) নিহত হয়েছেন। এ সময় ডাকাতরা নগদ টাকাসহ মালামাল লুট করে।
গতকাল শুক্রবার রাতে গাঙ্গুটিয়া ইউনিয়নের বাগবাড়ি জালসাগ্রামে এ ঘটনা ঘটে। রমজান আলী জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। আজ শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের চাচা আব্দুল বারেক জানান, রাতে একদল ডাকাত ডিবি পুলিশের পরিচয়ে তার ভাই কৃষক সাইদ মিয়ার বাড়িতে ডাকাতি করে। তারা নগদ টাকাসহ মালামাল লুট করে। এ সময় সাইদ মিয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র রমজান আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে রমজান মারা যায়।
খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ (ঢাকা উত্তর ক্রাইম) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) তাহমিদুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জিআরএস/পাবলিক ভয়েস

