
পিরাজপুরে একটি প্রাইভেটকার থেকে ৭৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বাইপাস এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।
পিরাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ওই গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়ে যায় মাদকবিক্রেতারা। পরে গাড়িটিতে তল্লাশি করে ৭৯০ বোতল ফেনসিডিলগুলো জব্দ করা হয়। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস
		
