

নীলফামারীর সৈয়দপুরে ফেরদ্দৌস (৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক কটি ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে ফেরদৌস নিখোঁজ হয়।
ফেরদ্দৌস উপজেলা শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর বিহারী ক্যাম্পের শাহাজাদা সাজ্জাদের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, ফেরদ্দৌসের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস