বাংলাদেশে আসছেন আল্লামা ইব্রাহীম আফ্রিকী

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর (সাইনবোর্ড ঢাকা) মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইসলাহী জোড়। আত্মশুদ্ধি মূলক এ ইসলামী মাহফিলে প্রধান মেহমান হিসেবে মূল্যবান নসীহত করবেন শায়খুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর খলীফা এবং মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ হযরত মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর জানেশীন খাদেম ও সু্যোগ্য খলীফা শায়খুল মাশায়েখ হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকী।

এছা্ড়াও শায়খ জাকরিয়া রহ. এর খলীফা আল্লামা মুফতী সুলাইমান আফ্রিকী এবং ইব্রাহিম আফ্রিকী এর খলিফা মুফতী মাহমুদ রাজস্থানী (ভারত) জোড়ে উপস্থিত থাকবেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় বরেণ্য অনেক ওলামায়ে কেরাম জোড়ে উপস্থিত থাকবেন বলে মাদরাসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, জামিয়াতু ইবরাহীম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মাহমূদ হাসন গাঙ্গুহী রহ. এর বিশিষ্ট খলীফা শায়খুল হাদীস মাওলানা মুফতী শফীকুল ইসলাম।

ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও দীনদার মানুষ যোগদান করে থাকেন। প্রতিবছরের ন্যায় এবারও জামিয়তু ইবরাহীম মাদরাসার মুহতামিম সর্বশ্রেণির দীনদার মুসলমানদেরকে মাহফিলে শরিক হওয়ার জন্য দাওয়াত প্রদান করেছেন।

জোড়ে আরো উপস্থিত থাকবেন, বারিধারা মাদরাসার (মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মাহফুজুল হক, আল্লামা মামুনুল হক, আল্লামা নজরুল ইসলাম কাসেমী প্রমুখ।

/এসএস

মন্তব্য করুন