

‘প্রতিহিংসার রাজনীতি নয়, ভালোবাসার রাজনীতি দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাই’ বলেছেন জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে শাদ এরশাদ।
রংপুর-৩ আসনের উপ নির্বাচনে গণসংযোগকালে আজ রোববার বক্তৃতাকালে এ কথা বলেন শাদ এরশাদ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে ৫ অক্টোবর হবে ভোটগ্রহণ। এতে ১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোট দেবে ভোটাররা। গত ১৮ সেপ্টেম্বর বুধবার প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। প্রতিক বরাদ্ধের পর আজকে তৃতীয় দিনের মতো মহাজোটের প্রার্থী শাদ এরশাদ নির্বাচনী প্রচারণায় যোগ দেন।
এসময় ভোটারদের উদ্দেশ্যে শাদ এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি বিশৃঙ্খলা ও বিভাজন তৈরি করে। প্রতিহিংসার রাজনীতিতে মানুষের মনে অসন্তোষ তৈরি হয়। আর প্রতিহিংসার রাজনীতি নয়, ভালোবাসার রাজনীতি দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাই।
/এসএস