
ইমাম হোসাইন কুতুবী, রাঙামাটি: ২রাঙামাটিতে ১৫ পিস ইয়াবাসহ ১৪টি মাদক মামলার আসামী বাদশা আলম’কে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বনরুপা বাজার সংলগ্ন হ্যাপি মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করা হলে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
জানা যায় এসআই মনিরুল ইসলাম, ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে আরো অংশগ্রহণ করেন, এএসআই জাফর এবং সঙ্গীয় ফোর্স কনস্টেবল সাইফুল, মেহেদী, আমির, আরিফুল ও মাসুম বিল্লাহ।
এসআই মনিরুল ইসলাস এ তথ্য নিশ্চিত করে জানান, বাদশা আলমা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
/এসএস

