ভোলায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‌

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে মোঃ শা‌কিল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ‌নিহত শা‌কিল জেলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার গঙ্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়া গ্রামের মো. তাজুল খা‌নের ছেলে। শুক্রবার দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান বক্সখালী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সকালে শাকিল ও তার এক বন্ধু মোটরসাইকেল নিয়ে ভোলা সদরে ঘুরতে বের হয়। সারাদিন ঘুরে দুপুরের দি‌কে বা‌ড়ির উদ্দেশ্যে রওনা হয়। এসময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপ‌জেলার বক্সখালী ব্রিজে কাছে আসলে মোট‌রসাইকেল‌টি নিয়ন্ত্রন হা‌রিয়ে রাস্তার পা‌শে এক‌টি সুপা‌রি বাগানের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে শাকিল ও তার বন্ধু গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ‌ভোলা সদর হাসপাতালে নেওয়ার প‌থে শা‌কিলের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর অবস্থায় শা‌কিলের বন্ধুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. এনায়েত হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত করেন।

/এসএস

মন্তব্য করুন