

পাবলিক ভয়েস : চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পৃথক অভিযানে তিন জনকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন, মো. হাসান(২১) টেকনাফ, জেলা- কক্সবাজার ১০০০ ইয়াবাসহ আটক করা হয়। এবং ইসমাইল ও মনোয়ারা নামীয় দম্পতি, সাবরাং, থানা- টেকনাফ, জেলা- ককসবাজার দ্বয়কে ২৫০০ পিস ইয়াবাসহ আটক করে।
সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া দিনব্যাপী বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোবাইল কোর্টে আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।