মির্জাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে হরিল্লা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় বজ্রপাতে তিনি মারা যান।

তিনি উপজেলার ওয়ার্শী ইউনিয়নের বন্দ্যে কাওয়ালজানি গ্রামের জইন উদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, হরিল্লা বন্দ্যে কাওয়ালজানি গ্রামে বিকেলে সাড়ে তিনটার দিকে নিজ বাড়ির উঠানে বসা থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান হুরমহল এ তথ্য জানিয়েছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন