পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

পটুয়াখালীতে মহাসড়কের বসাক বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাম আবু কাশেম (৩০) ও মো. নাঈম (৩০)। আবু কাশেমের বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় আর নাঈম জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বশির বলেন, আজ বুধবার ভোরে মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিলেন দুই বন্ধু কাশেম ও নাঈম। তারা বসাক বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

দুজনের লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই হাসান বশির।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন