

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুঁথি (১১) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যুঁথি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, যুঁথি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসা শেষ না করেই পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে যুঁথির অবস্থার অবনতি হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ নিয়ে ভেড়ামারা উপজেলাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।
জিআরএস/পাবলিক ভয়েস