

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিরোধী পক্ষ জসিম ও খালেক। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভোলা পুলিশ লাইন্সে কর্মরত আরআই মো. ফোরকান আলী’র বাড়ি পটুয়াখালীর বহিলা গাছিয়া এলাকায়। পৌরসভার পানি শাখার কর্মকর্তারা আদেশ পেয়ে ফোরকানের বাড়ির সামনের ড্রেনে কাজ করতে আসে। এসময় জসিম নামের একব্যক্তি বাঁধা দেয়।
এর কিছুক্ষনপর লাঠি সোটা নিয়ে জসিমের নেতৃত্বে খালেক, খালেকের স্ত্রী হাসিনা বেগমসহ কিছু লোকজন বাড়িটির বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা মহিলাদের ভয়ভীতি দেখায়।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে হাসিনা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আই.এ/পাবলিক ভয়েস