

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় থ্রি-হুইলারে নছিমনের ধাক্কায় রুপালি বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুপালি বেগম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী থেকে আসা গরুভর্তি নছিমন মোহাম্মদের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলারকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় যাত্রী রুপালি বেগম, কপিল উদ্দিন, সাইদুল ইসলাম ও লিটন মিয়াকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রুপালি ও কপিলের অবস্থার অবনতি ঘটলে কুড়িগ্রাম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে, কুড়িগ্রামে নেওয়ার পথে রুপালি বেগমের মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস