কুমিল্লায় শ্যামলী পরিবহনের বাসচাপায় নিহত ৩

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার (১৫) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিন আরোহীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহত তিনজনে বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ বিজয়পুর এলাকায় বলে জানা গেছে।

কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন