চবিতে দেশের প্রথম একসেসিবল ই-লার্ণিং সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

নাজমুল হাসান, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরে জন্য আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একসেসিবল ই-লার্নিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চবি কেন্দ্রীয় লাইব্রেরিতে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ একসেসিবল ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রথম ইনক্লুসিভ ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়নের যে ধারাবাহিক কার্যক্রম শুরু করেছি, এ্যাক্সেসসিবল ই-লার্নিং সেন্টার তার একটি অন্যতম উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ১১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে পঠন-পাঠনের উপযোগী করে এ্যাক্সেসসিবল ই-লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরো নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম, লাইব্রেরিসহ বিভিন্ন শাখা এখন ডিজিটাল। বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম অনলাইনে সম্পাদনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং এ-টু-আই প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টী সেক্রেটারী সালাউদ্দিন কাশেম খান।

ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুরশিদ আলম এবং মো. আলহাজ¦উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ই-লার্নিং সেন্টারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সকল ধরনের উপযোগী সফটওয়্যার ও হার্ডওয়্যার, একসেসিবল ডিকশনারি, দুই শতাধিক ডিজিটাল টকিং বুক, তিনশ ই- বুক, ৫০টির ও বেশী ব্রেইল বই এরং ১০০ জন শিক্ষার্থীরে জন্য ধারাবাহিকভাবে আইসিটি প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত এই কার্যক্রমে কারিগরী ও আর্থিক সহযোগীতা প্রদান করেছে এটুআই, এ কে খান

মন্তব্য করুন