

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সনি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সনি গোপালপুর পৌরসভার মহিশাকুলা এলাকার সান্টুর ছেলে। তিনি গোপালপুর রেলস্টেশনের পাশের একটি দোকানের মোটরসাইকেলের মেকানিক ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, সন্ধ্যায় সনি গোপালপুরের ভাওরা এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
জিআরএস/পাবলিক ভয়েস