সড়ক দূর্ঘটনায় ফেনী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জন আহত, নিহত ১

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বামে) ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান (ডানে)

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে  পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানসহ ৩জন আহত হয়েছেন। নিহত হয়েছে ১জন।

শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার কাজীর দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী চট্টগ্রাম থেকে ডিআইজি অফিসের মিটিং শেষে ফেনী আসছিলেন। পথে তাকে বহনকারী পাজেরো গাড়িটি কাজীর দিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলে এসপি, গাড়িচালক ও দেহরক্ষী আহত হন। আহতদের মধ্যে দেহরক্ষী ও চালককে ফেনী সদর হাসপাতাল ও পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীকে ফেনী বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা চলাকালে দেহরক্ষী মারা যান।

/এসএস

মন্তব্য করুন