

জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের আয়োজনে এবার রিলিজ হলো ‘বাবাকে দেখা হলো না’ শিরোনামে একটি শ্রুতিমধুর সংগীত। সায়ীদ উসমানের কথা ও বদরুজ্জামানের সুরে কিশোর শিল্পী আবদুল্লাহ মুশতাকের কন্ঠে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হলিটিউনে আজ রিলিজ হয়েছে সংগীতটি।
হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান সংগীতটির শিল্পী আবদুল্লাহ মুশতাক সম্পর্কে বলেন, ও এতিম ছেলে, জন্মের পরেই বাবার মৃত্যুর হয়। বুঝ হয়ে বাবাকে দেখেনি। বুঝেওনি কেমন হয় বাবার আদর। করুণার সমাজে তার বেড়ে উঠা। মায়ের স্নেহ আর ভালবাসা তার ভরসা। এ ভরসায় মাদরাসায় পড়ে এবং হেফজ শেষ করে এখন আলেম হবে সে। বড্ড মিষ্টি কন্ঠ তার। অনেকদিন ধরেই কলরবের আসার স্বপ্ন তার। কোন মাধ্যম পাচ্ছিলো না। এক পর্যায়ে কলরব অফিসের নাম্বার পায়, যোগাযোগ করে মায়ের অনুমতি নিয়ে চলে আসে ঢাকায়। সাথে তার মামাও আসে। কথা হয় আমাদের সাথে, তার বেড়ে উঠার গল্প জেনে সিদ্ধান্ত নেই আমরা তার পাশে থাকবো। ইনশাআল্লাহ মায়ের স্বপ্ন পূরণে সে আলেম হবে। তার নাম আব্দুল্লাহ মুস্তাক। খুশির কথা হল, সায়ীদ উসমানের কথা এবং বদরুজ্জামানের সুরে বাবাহীন বেড়া উঠার বেদনা নিয়ে তার গাওয়া “বাবাকে দেখা হল না” শিরোনামে সংগীত রিলিজ হয়েছে। আশাকরি এ সংগীতটি সবার ভালো লাগবে।
মনকাড়া ভিডিও গল্পের আয়োজনের মধ্য দিয়েই সংগীতটির ভিডিও ধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। সবার হৃদয় ছুঁয়ে যাবে এমন প্রত্যাশা নিয়েই সংগীতটি সকলে শুনবে ও পছন্দ করবে বলে এ আশা ব্যক্ত করেছেন সংগীত সংশ্লিষ্টরা।