
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার চুকনগরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমরান মোড়ল (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডুমুরিয়া উপজেলার চুকনগর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইমরান মোড়ল ডুমুরিয়া উপজেলার চুকনগরের পঞ্চিমপাড়ার মিজানুর রহমান মোড়লের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, চুকনগর মোড়ে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমরান মোড়ল নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ইমরানের মরদেহ উদ্ধার করেছে।
জিআরএস/পাবলিক ভয়েস

