
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক পাচারকালে বার্ডার গার্য বাংলাদেশের (বিজিবির) অভিযানে ৫৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রফিকুল আলম।
রফিকুল আলম জানান, আজ বুধবার সকালে কিছু চোরাকারবারীরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার ঠোঁটারপাড়ায় মাদক পাচার করছে এমন খবরের ভিত্তিতে এসময় সেখানে অভিযান চালায় ৪৭ বিজিবি’র রামকৃষ্ণপুর বিওপি’র সদস্যরা। এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জিআরএস/পাবলিক ভয়েস

