লংগদুতে বন্যহাতির আক্রমণে যুবক নিহত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে শরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- আজ মঙ্গলবার সকালে গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মী পাড়ার শরীফ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে বন্য হাতির পাল তাকে আক্রমণ করে। এতে তিনি শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান তিনি।

গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন