রামপালে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

বাগেরহাট রামপালের তাপবিদ্যুত কেন্দ্র সংযোগ সড়কে মালবাহী ট্রাক দূর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইট বহনকারী অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগায়। এতে বালু বোঝাই ট্রাকটির সামনের অংশ ধুমরে-মুচরে যায়। এসময় ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়।

এসময় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৷

মন্তব্য করুন