কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুআক্রান্ত গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মিনা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিনা খাতুন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধরমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসাইন জানিয়েছেন, গত শুক্রবার নিজ বাড়িতেই ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে মিনা খাতুন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানেই ৩ দিন চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ৬-৭ বছর আগে বিবাহ বন্ধনে অবদ্ধ হলেও তিনি নিঃসন্তান ছিলেন।

সূত্র জানায়, ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে এর আগে কুষ্টিয়ার দৌলতপুরে জোসনা খাতুন নামে এক নারী আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন। চিকিৎসাধীন রয়ছেন ৬৮ জন। আর এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮০৫ জন।

/এসএস

মন্তব্য করুন