
বিশেষ প্রতিবেদন: বিশ্বের অন্যতম উন্নত ও ধনী দেশ কাতার, দেশটিতে আগামী ২০২২ ফুটবল বিশ্বকাপ কে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হচ্ছে। সকল সেক্টরেই চলছে উন্নয়নের কাজ, যে কারণে মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য বাংলাদেশী শ্রমিক রয়েছে এই দেশে, সেই সাথে ব্যবসা বানিজ্যেও বেশ এগিয়ে আছে কাতারের বাংলাদেশী ব্যবসায়ীরা।
বাংলাভিশনের মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারি ও সান সিটি গ্রুপের চেয়ারম্যান এম.সাইফুল ইসলামের আমন্ত্রণে গত বৃহস্পতিবার দুইদিনের ব্যবসায়ীক সফরে ওমান থেকে কাতার আসেন বাংলাভিশনের ওমান প্রতিনিধি বাইজিদ আল-হাসান।

সাংবাদিকদের সাথে বায়জিদ আল হাসান
তিনি তুলে ধরেন তার সফরের অনেক কিছু।
১/ মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের ব্যবসায়ীক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কাতারের ব্যবসায়ীদের সাথে। ওমান ও কাতারের বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে বিনিয়োগের সেতুবন্ধনের লক্ষে বেশ কিছু পদক্ষেপ ও নেওয়া হয়েছে ইতিমধ্যে। এসময় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের সভাপতি এম.সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক তপন মহাজন ও ব্যবসায়ী নিজাম সহ অনেকের সাথেই আলোচনা করেন তিনি।

ব্যবসায়ীদের সাথে আলোচনা
২/ এছাড়াও হাসান মিটিং করেন কাতারের বাংলাদেশী ইমাম দের সাথে। দেশটিতে বর্তমানে বিশ্বের সব থেকে বেশি বাংলাদেশী ইমাম রয়েছে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। যা বাংলাদেশের ভাবমূর্তির জন্য বিরাট ভূমিকা পালন করছে। কাতার ধর্ম মন্ত্রণালয়ের একজন বাংলাদেশী ইমাম হাফেজ আইনুল আরেফীন এর সাথে একান্ত আলোচনায় উঠে আসে কাতারে বাংলাদেশীদের বিভিন্ন বিষয়, তিনি জানান বর্তমানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশী প্রায় ১৩০০ ইমাম আছে কাতারে, যাদের সম্মানজনক ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা কাতার সরকার থেকে দেওয়া হয়। তিনি অতি আক্ষেপের সাথে বলেন “কাতারে আমাদের বাংলাদেশীদের অনেক সুনাম রয়েছে,কিন্তু গুটি কয়েক অসাধু বাংলাদেশীদের জন্য দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মুফতি ওয়ালিউল্লাহ্, হাফেজ আইনুল আরেফীন সহ অন্যান্য ইমামরা।

কাতারের ইমামদের সাথে বায়জিদ আল হাসান
উল্লেখ্যঃ হাফেজ আইনুল আরেফীন ১৯৮৮ সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন, তিনি ২০১০ সালে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে এক নাম্বার অবস্থান অর্জন করেন, এছাড়াও তিনি ২০১২ সালে দুবাই,মিশর,ইরান ও লিবিয়াতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্বের মাঝে বাংলাদেশের পতাকার মান উজ্জ্বল করেছেন।

ছবিঃ আইনুল আরেফীনের পুরুস্কার এর ছবি।
৩/ এছাড়াও মধ্যপ্রাচ্যে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কাতারে বাংলাদেশী সাংবাদিক নেতাদের সাথে। আলোচনা শেষে কাতারের সাংবাদিকেরা তাকে আল-জাজিরাহ টিভির অফিস, স্টেডিয়াম সহ কাতারের বিভিন্ন নান্দনিক স্থাপনা ঘুরিয়ে দেখান। সবশেষে আকবর হোসেন বাচ্চু ডিনারপার্টির আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, বাংলাভিশনের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন ও বাংলাভিশন মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী।
মুহাম্মাদ গোলাম মাওলা হাজারী, দোহা, কাতার থেকে।