

প্রতিবেদন-
গতকাল সন্ধ্যায় রাজধানী পল্টনের ফুডল্যাব রেস্টুরেন্টে কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে কলরব শিল্পীদের দ্বারা পরিচালিত ইসলামী সংগীত প্রকাশের জনপ্রিয় মাধ্যম হলিটিউনে প্রকাশিত জনপ্রিয় সংগীতের সাথে সংশ্লিষ্টদের বিশেষ সম্মাননা ২০১৮ প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করছেন ইমতিয়াজ মাসরুর
এ আয়োজনের মধ্য দিয়ে হলিটিউন দীর্ঘ মেয়াদী একটি মহৎ কর্ম নব উদ্যোমে শুরু করল ।
এখন থেকে প্রতিবছর জনপ্রিয় ইউটিউব চ্যানেল; হলিটিউনে প্রকাশিত ১০টি সেরা সংগীত ভিডিওর সাথে সংশ্লিষ্টদের দেয়া হবে বিশেষ সম্মাননা । এছাড়াও নতুন কিছু পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে তাদের নিজস্ব সূত্রে জানা যায় ।

সম্মাননা গ্রহণ করছেন সাঈদ আহমাদ
উল্লেখ্য যে, জাতীয়ভাবে সংগীত নিয়ে নানারকম আয়োজন হলেও ইসলামী সংগীতের সাথে সংশ্লিষ্টদের প্রতি এটিই প্রথম সম্মাননা প্রকাশ।

সম্মাননা গ্রহণ করছেন মুহাম্মদ বদরুজ্জামান
হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামানের পরিচালনায় এতে আয়োজনের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কলরব পরিচালক শাহ ইফতেখার তারিক ।

সম্মাননা গ্রহণ করছেন আবু রায়হান
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল ইসলাম, কলরবের সহকারী পরিচালক ইমতিয়াজ উদ্দীন মাসরুর, কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, সাইফ সিরাজ, ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসান প্রমুখ ।
হলিটিউন সম্মাননা ২০১৮ পেল যারা:
(টপ টেন সংগীতের সাথে সংশ্লিষ্ট)
১: ইমতিয়াজ উদ্দীন মাসরুর (জনপ্রিয় শিল্পী গীতিকার ও সুরকার)
২: সাঈদ আহমাদ (জনপ্রিয় শিল্পী গীতিকার ও সুরকার)
৩: মুহাম্মদ বদরুজ্জামান (জনপ্রিয় শিল্পী গীতিকার ও সুরকার)
৪: আবু রায়হান (জনপ্রিয় শিল্পী)
৫: আহমদ আব্দুল্লাহ (জনপ্রিয় গীতিকার ও সুরকার)