নাগেশ্বরীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আব্দুল ওয়াহাব খান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই মোহাম্মদ আলী (৫০) ও ভাতিজা গোলাম মোস্তফাকে (২০) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা আহত হয়েছেন। তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিজেদের পারিবারিক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাই ওয়াহাব খান ও মোহাম্মদ আলীর মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওয়াহাব খান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে দুইজনকে আটক দেখানো হয়েছে।

এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন