
পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জেরে কবির হোসেন বয়াতি (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে পুলিশ ঘটনার সঙ্গ জড়িত থাকার অভিযোগে কুদ্দুস নামের একজনকে আটক করেছে।
গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের কম্বুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবিরকে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক আগেই মারা গেছেন বলে জানান।
পুলিশ সুত্রে জানা যায়, গত জুলাই মাসে কবির হোসেন বয়াতির ছেলেকে মারধর করে কুদ্দুস হাওলাদার গংরা। এ ঘটনায় কবির বাদী হয়ে থানায় কুদ্দুসসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে কবির জীবিকার তাগিদে ঢাকা চলে যান। পরে আসামিরা জামিনে বের হয়।
আজ কবির ঢাকা থেকে বাউফলের নিজ বাড়িতে আসলে তাকে হত্যা করা হয়। কুদ্দুসের দাবি, কবির তাদের বাড়িতে হামলা করেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কবিরকে পিটানোর সংবাদে তাৎক্ষণিকভাবে ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার মূল আসামি কুদ্দুসকে আটক করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ করলে মামলা করা হবে।
জিআরএস/পাবলিক ভয়েস

