পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত নারীর নাম উম্মে হানি (৩৫)।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। উম্মে হানি পাঁচবিবি উপজেলার কোকতাড়া এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, কোকতাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শুক্রবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান।

জয়পুরহাট পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন