ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ পেল হলিটিউন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ হাতে বা থেকে মাহফুজ, বদরুজ্জামান, আবু রায়হান এবং আরিফ আরিয়ান

প্রতিবেদন: ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ পেল হলিটিউন। পেয়েছিলো আরো আগে। বাকি ছিলো আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল গতকাল।

ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবের দেওয়া পুরস্কার হাতে পেল ইসলামি ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান; হলিটিউন।
ইউটিউব চ্যানেলের এক লক্ষ্য সাবস্ক্রাইবার এর মাইলস্টোন অর্জন করায় ইউটিউব থেকে “ক্রিয়েটর অ্যাওয়ার্ড” হিসেবে এ ”সিলভার প্লে বাটন” প্রদান করা হয়। ”সিলভার প্লে বাটন” উন্মুক্তকরণের পাশাপাশি হলিটিউনে প্রকাশিত কলরবের জনপ্রিয় সংগীতের সাথে সংশ্লিষ্টদের বিশেষ সম্মাননা ২০১৮ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠিানটির ইউটিউবের বর্তমান সাবস্ক্রাইবার সাড়ে চার লাখেরও ওপরে।
মরহুম আইনুদ্দিন আল আজাদ রহ.-এর নিজ হাতে গড়া ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান কলরব। কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় তারা ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে কলরব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবং এর ধারাবাহিকতা চলমান।
কলরবের সাথে গান রিলিজের ক্ষেত্রে সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘হলিটিউন’। এর ব্যবস্থাপনা ও সিইও হলেন কলরববের যুগ্ম-নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান।
২০১১ সাল থেকে ইসলামী সংস্কৃতিকে সারা বিশ্বের মুসলমানদের মাঝে পৌঁছে দেয়ার মিশন নিয়ে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ইসলামী সংগীতের ভিডিও প্রকাশের মাধ্যমে দেশে-বিদেশে ইসলামী সংগীত প্রেমী মানুষের হৃদয়ে চ্যানেলটি খুব দ্রুত ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছে।
বিশেষ করে তরুণ ছেলে মেয়েরা এবং স্কুল-কলেজ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় কিংবা স্মার্ট ফোনের মাধ্যমে এই সংগীতের ভিডিও গুলোকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে খুব সহজে।

মন্তব্য করুন