উখিয়ায় মাটি খুঁড়ে মিলল দেশীয় অস্ত্র ও সামরিক পোশাক

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দেশীয় তৈরি আধুনিক বন্দুক, গুলি, কার্তুজ ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিলে উখিয়া থানার ওসি আবুল মনসুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়ার উত্তর বড়বিলের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে দুইটি এক নলা বন্দুক, একটি ত্রি রাইফেল সদৃশ অস্ত্র ও একটি আধুনিক অস্ত্র, ছয় রাউন্ড গুলি, দুইটি কার্তুজ ও সামরিক বাহিনীর ন্যায় দুইটি পোশাক, আনসার ক্যাপ চারটি, ব্লেট এক জোড়া, পিটি শো এক জোড়া ও তিন জোড়া মুজা।

তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ জোর দিয়ে সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন