চুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
ফাইল ছবি

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নাজিম উদ্দিন(৩৫) নামের এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। নিহত নাজিম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়ার মোহাম্মদ তারু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার তারা জানতে পারে আকন্দবাড়িয়া নিমমতলা সীমান্তের ৭৪ নং পিলারের কাছে গেলে নাজিমকে গুলি করে হত্যার পর লাশ ভারতের অভ্যান্তরে নিয়ে চলে যায় বিএসএফ। অনেকে জানায় নাজিম আকন্দবাড়িয়া এলাকার চিহ্নিত চোরাকারবারি সদস্য।

এদিকে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় ৫৮ বিজিবির একাধিক কর্মকর্তারর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেননি।

৫৮ বিজিব’র অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তারা জানান আমাদের অফিসাররা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন, ফিরে না আসা পর্যন্ত কিছু জানাতে পারব না।

নাম প্রকাশে অনিচ্ছু জেলা পুলিশের বিশেষ শাখার এক সদস্য জানান, মোহাম্মদ নাজিম উদ্দিন পাশের দেশ ইন্ডিয়া থেকে ফেনসিডিল আনতে গেলে বিএসএফ’র গুলিতে মারা যায়, লাশ নিমতলা সীমান্তে পড়ে আছে।

সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, এমন ঘটনা আমিও শুনেছি, কিন্তু অফিসিয়ালী আমাকে কেউ জানায়নি। তাউ আমাদের কোন সদস্য ঘটনাস্থলে যায়নি।

/এসএস

মন্তব্য করুন