
ডেস্ক রিপোর্ট: সুবর্ণচরে নির্যাতিত সেই মহিলাকে দেখতে গেলেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাও. মামুনুল হক।
আজ (৭ জানুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে তিনি সুবর্ণচরে যান এবং সেই নির্যাতিতা মহিলাকে দেখতে যান এবং তাকে শান্তণা ও সমবেদনা জানান। এসময় তিনি নির্যাতিতার স্বামীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
তৎক্ষনাত তিনি বলেন, প্রকৃত অর্থে নোয়াখালীর সুবর্ণচরে শুধু পারুল বেগমই ধর্ষিতা হন নি, তিনি একাই নির্যাতনের শিকার হননি, হয়েছে মূলত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ আর বাংলাদেশের ষোল কোটি মানুষ ৷ নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার হারা ছাপ্পান্নহাজার বর্গমাইলের নিপীড়িত মানুষেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই পারুল বেগম ৷
মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে আরো উপস্থিত ছিলেন যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, সহকারী বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা হাফেজ সালাহ্উদ্দিন, যুব মজলিস নোয়াখালী জেলার সভাপতি মাওলানা মুমিনুল হক ও সহ সভাপতি মাওলানা ইমরান নোমানী সহ যুব নোয়াখালী জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।