

নীলফামাীরর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের বাম হাত বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে। নিহতের নাম ফারুক। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা যায়, ট্রাকের ধাক্কায় ফারুকের হাত বিচ্ছিন্ন হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১টার দিকে ফারুকের মৃত্যু হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্র ফারুকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, ট্রাকের ধাক্কায় হাত বিচ্ছিন্ন হয়ে ফারুক হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।
/এসএস