খুলনাকে হারিয়ে রংপুরের প্রথম জয়

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

নাজমুল হাসান : খুলনা টাইটানসকে ৮ রানে হারিয়ে এবারের বিপিএলের প্রথম জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রংপুরের ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন খুলনার দুই ওপেনার। জুনাইদ সিদ্দিক ও পল স্টার্লিং এর দুর্দান্ত  ব্যাটিংয়ে ১১ ওভারে ৯০ রান তোলে মাহমুদুল্লাহর দল। দ্বাদশ ওভারের শুরুতেই জেমি হোয়েলের বলে শফিউলের হাতে ক্যাচ দিয়ে ৩৩ রান করে মাঠ ছাড়েন জুনাইদ সিদ্দিক।

এরপরই পথহারায় খুলনার ব্যাটিং। দুই ওভারের মাঝেই বোল্ড হন শান্ত ও পল স্টার্লিং। দারুন এক ডেলিভারিতে স্টার্লিংকে ফেরান রংপুরের অধিনায়ক মাশরাফি। ৮টি চার ও ১ ছয়ে তার বাট থেকে আসে ৬১ রান। কিন্তু এরপর রানের চাকা সচল রাখতে পারেননি আর কোন ব্যাটসম্যান।

ফরহাদ রেজার বলে মাশরাফির দুর্দান্ত ক্যাচের শিকার হন মাহমুদুল্লাহ।  শেষ ২ ওভারে ৩০ রান দরকার পড়লে ম্যাচ জেতাতে পারেনি ব্রাথওয়েট ও জহুরুল জুটি।শফিউল নেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রসো ও বোপারার  ১০৪ রানের জুটিতে ভর করে ১৬৯ রান সংগ্রহ করে রংপুর। রসো   ৫২ বলে ৭৬ ও বোপারা ২৯ বলে ৪০ করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর: রংপুর ১৬৯/৩। রসো ৭৬*,বোপারা ৪০*। জহির খান ৩০/১,আলি খান ৩৫/১।

খুলনা : ১৬১/৫। স্টার্লিং ৬১,জুনাইদ ৩৩,মাহমুদুল্লাহ ২৪। শফিউল ৪৪/২।ফরহাদ জা ২৮/১।

মন্তব্য করুন