ভোলায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা ‌ ‌

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুদের টাকা ও এনজিও’র ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মো. নুরুন্নবী (৫৫) নামে এক মু‌দি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ‌নিহত নুরুন্নবী উপজেলার হাসান নগর ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ডের ফজলে রহমানেরর ছেলে ও ওই এলাকার কা‌জিরহাট বাজারের মু‌দি ব্যবসায়ী।

সোমবার সকালে পুলিশ তার দোকান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌। ‌পুলিশ ও নিহতের ছোট ভাই রুহুল আ‌মিন জানান, নুরুন্নবী দীর্ঘ দিন ধ‌রে বোরহানউদ্দিন উপজেলার কা‌জিরহাট বাজারে মু‌দি ব্যবসা করে আস‌ছে। ব্যবসা প‌রিচালনা করতে গিয়ে স্থানীয়দের কাছে প্রায় ৫-৬ লাখ টাকা আটকে যায়। ‌সে টাকা উঠাতে না পেরে ব্যবসা প‌রিচালনা করতে তার সমস্যা সৃ‌ষ্টি হয়। প‌রে বাধ্য হয়ে ব্যবসা চালাতে গিয়ে সে বি‌ভিন্ন এন‌জিও ও স্থানীয় লোকজনের কাছ থে‌কে সুদে প্রায় ৮-১০ লাখ টাকা ধার নেয়। ‌কিন্তু আবারও ক্রেতাদের কাছে অনেক টাকা বাকী পরে যায়। এ‌তে এনজিও ও সুদের টাকা প‌রি‌শোধ করতে সমস্যা সৃ‌ষ্টি হয়। এ ঘটনার প‌রি‌প্রে‌ক্ষিতে গত ক‌য়েক দিন ধ‌রে এনজিও ও স্থানীয়দের কাছে সুদে টাকা নেওয়া ব্য‌ক্তিরা টাকা প‌রিশো‌ধের জন্য চাপ প্রয়োগ করে আস‌ছিল।

রুহুল আমিন আরও জানান, এক‌দিকে দেনা প‌রিশোধের চাপ অন্য‌দিকে দোকানে মালামাল না থাকায় বেচা-‌কেনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এছাড়াও বিক্রেতাদের কাছে থেকেও পাওনা টাকা না পেয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এসকল কারনেই সে সোমবার ভোরের দি‌কে তার দোকানের আড়ার সাথে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে। ‌

বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মু. এনামুল হক জানান, সকালের দিকে নিহতের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে ডাক‌চিৎকার করলে স্থানীয়রা ছু‌টে আ‌সে। পরে খবর পেয়ে পু‌লিশ লাশ উদ্ধার করে। বিষয়‌টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

/এসএস

মন্তব্য করুন