
কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, রাতে ওই এলাকায় রাস্তার পাশে পড়ে যাওয়া একটি কাভার্ডভ্যানকে রেকার দিয়ে উঠানোর সময় একটি বাস পেছন থেকে রেকারটিকে ধাক্কা দেয়। এ সময় রেকারের সামনে দাঁড়িয়ে থাকা এএসআই আক্তার ও কাভার্ডভ্যানের হেলপারসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি বলেও জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ কালাম।
জিআরএস/পাবলিক ভয়েস

