

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ রুবেল (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কালিকাপুর গ্রামের আ.লীগ নেতা ফরিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন- রামনগড় গ্রামের শিপন মিয়া ও একই গ্রামের মানিক মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের উল্লেখিত এলাকায় সিলেটমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তিন পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমদ রুবেল ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মারা যান।
পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
জিআরএস/পাবলিক ভয়েস