চরমোনাই পীরের মাহফিল সামনে রেখে রাঙ্গামাটিতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

চরমোনাই পীর সাহেবের মাহফিলকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা আদালত ভবন প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ৬ই সেপ্টেম্বর শুক্রবার এ মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙ্গামাটি জেলা ছদর আলহাজ্ব মাওলানা শরিয়ত উল্লাহ এর সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুল্যবান নসিহত পেশ করবেন নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ মাহফিলে দেশ বরেণ্য ইসলামী ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

মাহফিলে রাঙ্গামাটি ছাড়াও আশপাশের উপজেলা কাউখালী, নানিয়ারচর, লংগদু, বরকল, কাপ্তাই, রাজস্থলী থানা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবে বলে জানান মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দীন। বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙামাটি জেলা ছদর ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব হযরত মাওলানা শরিয়ত উল্লাহ মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক ইমাম হোসাইন বলেন, ওয়াজ মাহফিল সফল করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। পোষ্টারিং, লিপলেট বিতরণ, মোড়ে মোড়ে ব্যানার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট দাওয়াত পত্র ও লিফলেট বিতরণ, বরেণ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ, সাংবাদিকদের নিকট দাওয়াত পত্র প্রদান, এবং ইতোমধ্যে স্থান ব্যবহারের জন্য অনুমতি পাওয়া গেছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন