পাবনায় ইছামতি নদীতে অবৈধ দখলদার উচ্ছেদ শুরু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ভবন

পাবনা প্রতিনিধি: পাবনায় ইছামতি নদী বাঁচাতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

পাবনা জেলা প্রশাসকের নির্দেশে আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে এ অভিযান শুরু করে।অভিযানে সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় ইছামতি নদীর জায়গা দখল করে থাকা এক ব্যক্তির দ্বিতল ভবন বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ড (পওর বিভাগ) নির্বাহী প্রকৌশলী জহুরুল হক জানান, নদীর স্বভাবিক যাত্রা ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন