আলেম সমাজের কল্যাণে নিজেকে উজাড় করে দেব: নতুন ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী পরিষদের তালিকায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যোগ হওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘আমি আলেম সমাজের কল্যাণে নিজেকে উজাড় করে দেব’

সরকারের নতুন মন্ত্রী পরিষদে এবার নতুন মুখের ছড়াছড়ি। প্রায় তিন ডজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম নেই নতুন মন্ত্রী পরিষদে। বেশ গুঞ্জনও চলছে নতুন মন্ত্রী পরিষদ নিয়ে। এর মধ্যে টেকনোক্রেট পদে নতুন ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ নিয়েও বেশ আগ্রহ অনেকের।

জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এই শেখ আবদুল্লাহর বাড়ি গোপালগঞ্জে। তিনি শেখ হাসিনার গোপালগঞ্জের আসনে উন্নয়নসহ নানা কাজের দেখা শুনা করেন।

দেশের আলেম সমাজের সাথে তাঁর সম্পর্কও বেশ ভালো। কওমী মাদরাসা স্বীকৃতি সনদ নিয়ে তাঁর অবস্থান বেশ প্রশংসিত অনেক আলেমের কাছে।

একটি সূত্র থেকে জানা যায়, তিনি কওমী মাদরাসায় লেখাপড়া করেছেন। ফরিদপুরের গহড়ডাঙ্গা মাদরাসার সাবেক ছাত্র তিনি। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আলেম সমাজের সাথে সম্পর্ক এবং আরও অনেক কারনে তিনি অনেকের কাছে গ্রহণযোগ্য বেশ।

এজন্য আলেম সমাজ, মসজিদ মাদরাসা ও ধর্ম নিয়ে কাজ করতে দলের ধর্ম সম্পাদকের পাশাপাশি এবার ধর্ম প্রতিমন্ত্রীও করা হয়েছে তাকে।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পাওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমাকে দলের ধর্ম সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে, আমি সেটা সুন্দরভাবে পালনের চেষ্টা করেছি। আমার ওঠাবসা আলেম-ওলামাদের সঙ্গে। তাদের সুখে দুঃখে আমি পাশে থাকার চেষ্টা করি। তাদের যেকোনো মেসেজ নেত্রীর কাছে পৌঁছে দেই। এখন সরকারেও আমাকে এই দায়িত্ব দেয়ায় ধর্মানুরাগীদের সেবার নতুন সুযোগ তৈরি হলো।

মন্তব্য করুন