
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. হৃদয় (১৩) ও আমানুল্লাহ আমান (২১)। পুলিশের ধারণা, নিহত ও আহতরা সবাই দুর্ঘটনা কবলিত ট্রাক যাত্রী ও চালক ছিলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন জানান, ট্রাক এবং কাভার্ডভ্যান দুটোই ঢাকামুখী ছিল। ঘটনাস্থল দেখে মনে হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের কাভার্ডভ্যানে ধাক্কা দিয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত এক শিশু ও এক যুবককে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

